রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চার ধাপে মোট তিন ইউনিটে কোটাসহ আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৮৯টি। সেই হিসেবে প্রতি আসনে লড়বে ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
বুধবার দুপুরে বিশবিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবছর মানবিক শাখা (এ ইউনিট), ব্যবসা শাখা (বি ইউনিট) ও বিজ্ঞান শাখায় (সি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যেখানে কোটাসহ ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৬৩টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৫টি ও ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫১টি আবেদন পড়েছে। তিন ইউনিটে মোট আবেদন সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৮৯টি। বিশ্ববিদ্যালয়ে ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ৩ হাজার ৯৩০টি আসন রয়েছে। সেই হিসেবে এবছর প্রতি আসনে লড়বে ৪৫ জন ভর্তিচ্ছু।
উল্লেখ্য, এবছর ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিট ২৯ মে, ৩০ মে ‘এ’ ইউনিট এবং ৩১ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চলবে চার শিফটে। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান ১০০। প্রতি চার ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
বিডি প্রতিদিন/এমআই