অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহসান কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) -এর প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন।
সিইউবি’র চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিযুক্ত করেছেন।
গত ১৯ নভেম্বর, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-তে অনুষ্ঠিত একটি টাউন হল মিটিংয়ে চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত তাকে পরিচয় করিয়ে দেন।
সিইউবিতে যোগদানের আগে ড. আহসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য খাত (ডিজিএইচএস) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইত্যাদি জায়গায় ৩০ বছরেরও বেশি সময় ধরে একজন একাডেমিক সদস্য এবং গবেষক হিসেবে দায়ীত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ