উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের সাবেক ডিন অধ্যাপক খায়রুল ইসলাম খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ডরমেটরিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
অধ্যাপক খায়রুল ইসলাম খান বাংলাদেশে শারীরিক শিক্ষায় স্নাতকোত্তর কোর্স (এমপিইড) প্রবর্তনের পথপ্রদর্শক এবং ২০১৬ সালে বাংলাদেশ শারীরিক শিক্ষা সমিতি থেকে আজীবন কৃতিত্ব পুরস্কার লাভ করেন। তিনি ১৯৬৮ সালে সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা থেকে তার কর্মজীবন শুরু করেন। পরে ১৯৭১ সাল থেকে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রধান হিসেবে ৩৫ বছর কাজ করেছেন।
অধ্যাপক খায়রুল ১৯৮৫ সালে জাপান, ১৯৮৯ সালে জার্মানি এবং ২০০১ সালে চীনে অনুষ্ঠিত ‘বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস’-এ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স দলের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। এ ছাড়াও তিনি ২০১১ সালে এথেন্সে এবং ২০১৩ থাইল্যান্ডে প্রতিনিধি দলের প্রধান হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০১৩ ও ২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘বিশেষ অলিম্পিক ওয়ার্ল্ড গেমস’-এ বাংলাদেশ দলের ডেপুটি হেড অব ডেলিগেশন হিসেবে।
তিনি ক্রীড়া বিজ্ঞান এবং শারীরিক শিক্ষার উপর বেশ কয়েকটি বই লিখেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল: ক্রীড়া প্রশিক্ষণ বিজ্ঞান, শারীরিক শিক্ষার শিক্ষাদান পদ্ধতি এবং শারীরিক শিক্ষার তত্ত্ব ও নীতি। তিনি দেশ-বিদেশে অসংখ্য সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই