আসন্ন এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্বের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় দলের ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) দুই সাবেক শিক্ষার্থী ইনতিশার মোস্তফা চৌধুরী ও ফয়েজ আহমেদ পিয়াস। দলের সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন ইনতিশার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে তিন ধাপে অনুষ্ঠিত জাতীয় বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা দেশ থেকে আসা ৬৩০ জনের বেশি খেলোয়াড়ের মধ্য থেকে ১৪ জনের চূড়ান্ত দল গঠন করা হয়। ইনতিশার আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সাবেক শিক্ষার্থী, খেলেন মিডফিল্ডার হিসেবে। পিয়াস ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী, খেলেন ফরোয়ার্ড পজিশনে। আইইউবির অ্যাকাউন্টিং বিভাগের বর্তমান শিক্ষার্থী মেহরাব হোসেন অপি ট্রায়ালের দ্বিতীয় ধাপ পর্যন্ত পৌঁছালেও চূড়ান্ত দলে জায়গা পাননি।
বাংলাদেশ এবারই প্রথম এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়, ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর। গ্রুপ ‘জি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
ইনতিশার, পিয়াস ও অপি আইইউবি ফুটবল ক্লাবের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ, ফুটসাল প্রিমিয়ার লিগ, ফিফকো কর্পোরেট প্রিমিয়ার লিগ, এনএসইউ স্পোর্টস কার্নিভ্যাল, উইংস ইউনিভার্সিটি ফুটসাল ও আইইউটি ওআইসি ফুটবল টুর্নামেন্ট। ২০২৪ সালে ইংল্যান্ডের ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যানচেস্টার সিটি কর্পোরেট কাপে রানার্সআপ হয়েছিলেন ইনতিশার ও পিয়াস। এছাড়া, তিনজনই বাংলাদেশ ফুটসাল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।
ইনতিশার বলেন, বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট পর্যায়ে বছরের পর বছর ধরে খেলা ও অভিজ্ঞতা অর্জনের ফল এই সাফল্য।
পিয়াস বলেন, আইইউবি ফুটবল ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ, টুর্নামেন্টে অংশগ্রহণ এবং সুযোগ-সুবিধার ব্যবস্থা– সবমিলিয়ে আইইউবির সহযোগিতা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ অনেকটা পথ সহজ করেছে।
আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, জাতীয় ফুটসাল দলে সুযোগ পাওয়ায় ইনতিশার ও পিয়াসকে আন্তরিক অভিনন্দন। এই অর্জন তাদের পরিশ্রম ও খেলাটির প্রতি ভালোবাসার ফসল। একটি বিশ্ববিদ্যালয় মানে শুধু তো পড়াশোনা নয়, বরং শেখা, খেলা এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের সেরাটা দেওয়ার একটা সুযোগ। আইইউবিতে আমরা চেষ্টা করি যাতে প্রতিটি শিক্ষার্থী ক্লাসরুমের বাইরেও নিজের প্রতিভা বিকাশের সব রকমের সুযোগ পায়।
এএফসি ফুটসাল এশিয়ান কাপ এশিয়ার শীর্ষ জাতীয় দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত একমাত্র অফিসিয়াল ফুটসাল টুর্নামেন্ট। ২০২৬ সালের আসরটি থেকে ফিফা ফুটসাল বিশ্বকাপের জন্যও দল বাছাই করা হবে।
বিডি প্রতিদিন/কেএ