মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

প্রয়োজন গ্রুপ ডিসকাশন

ক্যারিয়ার ডেস্ক

সফলতা পেতে এবং নিজের ক্যারিয়ার গঠনে গ্রুপ ডিসকাশন করতে হবে। গ্রুপ ডিসকাশনে সাধারণত প্রার্থীরা ৫ থেকে ১০ জনের দলে ভাগ হয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করে। এ ডিসকাশনে শুধু কমিউনিকেশন বা নেটওয়ার্কিং দক্ষতা বিচার করা হয় না। অনেকেরই ভুল ধারণা আছে এ বিষয়ে। অনেক তরুণ-তরুণীই ভাবেন নিজে যতটা বেশি সময় ধরে অনর্গল ইংরেজিতে কথা বলে যেতে পারেন ততই ভালো হবে। আসলে তা কিন্তু ঠিক নয়। সবাই একই সঙ্গে কথা বলার চেষ্টা করলে প্রকৃত কোনো আলোচনাই হয় না। অন্যের জন্য অপেক্ষা না করে নিজে আলোচনা শুরু করার উদ্যোগ নিতে হবে। আলোচনায় একই প্রসঙ্গে অপ্রয়োজনীয়ভাবে আবদ্ধ হয়ে পড়লে প্রসঙ্গান্তর করে আলোচনাকে যথার্থ রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে হবে। বিভিন্ন বিষয়ে সামগ্রিক ধারণা থাকতে হবে। এছাড়া অন্যের যুক্তি ধৈর্য ধরে শোনার ইচ্ছা থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর