বেপরোয়া যান চলাচলের কারণে সিলেটের সড়কে মৃত্যুর মিছিল চলছেই। প্রায় প্রতিদিনই সিলেটের সড়কে ঝরছে তাজা প্রাণ। গেল বছরজুড়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭৮ জন। এমন তথ্য দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
নিসচা জানায়, ২০২১ সালে সিলেট বিভাগে সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২৭৮ জন। আর আহত হয়েছেন ৬৫৪ জন। আগের বছরের চেয়ে ২০২১ সালে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা বেড়েছে। সংগঠনটির তথ্য বলছে, সিলেট বিভাগে ২০২০ সালে ১৮৭টি দুর্ঘটনায় ২৫০ জনের প্রাণহানি হয়েছিল। আর আহত হয়েছিলেন ৩৯৮ জন।
নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু জানান, গণমাধ্যম ও নিসচার শাখা সংগঠনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে নিসচা কেন্দ্রীয় কমিটি প্রতি বছরের মতো এবারও সারাদেশের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে।
সংগঠনের তথ্যানুসারে, দুর্ঘটনাগুলোর মধ্যে সিলেট জেলায় ১৩৪টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১১৯, আহত ৩১৩ জন। সুনামগঞ্জ জেলায় ৪২টি দুর্ঘটনায় নিহত হন ২৮ জন, আহতের সংখ্যা ১৯৩। মৌলভীবাজার জেলায় ৪২টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ৪৬ জন আহত হন। এ ছাড়া হবিগঞ্জ জেলায় ৯৭টি দুর্ঘটনায় নিহত হন ৯৮ জন, আহতের সংখ্যা ১০২।
নিসচার প্রতিবেদনে সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়া দীর্ঘসময় ধরে গাড়ি চালনা, সড়ক-মহাসড়কের মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি, রাস্তার পাশে হাটবাজার ও দোকানপাট বসানোকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ