মৌলভীবাজারের কুলাউড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। এর আগে ইউএনওর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতা বা প্রশ্নের সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সরাসরি সেবা দেবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক আজিজুল ইসলাম, ময়নুল হক পবন, এস আর অনি চৌধুরী ও হাবিবুর রহমান হোসাইন, ছাত্র নেতা মো. ফরহাদ মাহমুদ, লিংকন তালুকদার, নাহিদুর রহমান, ইব্রাহিম আলী ও জাহিদুল ইসলাম ফেরদৌস প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, মেলায় ভূমি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার তাৎক্ষণিক সমাধান দেওয়া হচ্ছে। একই ছাদের নিচে নামজারি, খাজনা পরিশোধ, দলিল সংক্রান্ত পরামর্শ এবং সেটেলমেন্ট সংক্রান্ত সেবা প্রদান করা হবে।
তিনি আরও জানান, এই মেলা আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ