চট্টগ্রামের টাইগারপাসের সৌন্দর্যকে অক্ষুন্ন রেখে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সেভ টাইগারপাস মুভমেন্টের কর্মকর্তারা।
সোমবার সেভ টাইগারপাস মুভমেন্টের আহ্বায়ক বিপ্লব পার্থ চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামকে অনুলিপি দেয়া হয়েছে।
স্মাকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামের অপরূপ সৌন্দর্য এবং সবুজ প্রাকৃতিক মনোরম পাহাড়িভূমির নাম টাইগারপাস। চট্টগ্রামে অবস্থিত পাহাড় এবং বৃক্ষবেষ্টিত চিরহরিৎ এই এলাকাটি দেখে মুগ্ধ হন না এমন মানুষ বিরল। এ সড়কের মোড়ে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্য রয়েছে। পাহাড়টির প্রাকৃতিক আবেদন এক কথায় অসাধারণ। কিন্তু এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ করতে গিয়ে এ পাহাড়ের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হবে।
চট্টগ্রামে দেশের অন্যতম বৃহৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। নগরের লালখানবাজার থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার এক্সপ্রেস ওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছে। মূল এক্সপ্রেসওয়ে’র বাইরে র্যাম্প ও লুপসহ এটির দৈর্ঘ্য হবে প্রায় ২০ কিলোমিটার। এ এক্সপ্রেসওয়ে নির্মিত হলে লালখানবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত বর্তমানে যাতায়াতে প্রধান প্রতিবন্ধকতা যানজট পুরোপুরি দূর হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন