১৭ মে, ২০১৯ ১৬:৫০

টার্গেট ভিআইপি, ৫ সেকেন্ডের ব্যবধানে হাতিয়ে নেন মোবাইল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

টার্গেট ভিআইপি, ৫ সেকেন্ডের ব্যবধানে হাতিয়ে নেন মোবাইল

নগরীর বিভিন্ন অভিজাত অনুষ্ঠানে ঘুরে বেড়াই তার কাছ। সুযোগ বুঝে মাত্র ৫ সেকেন্ডের ব্যবধানে হাতিয়ে নেন মোবাইল।

সর্বশেষ গত ১৪ মে সিএমপি’র ইফতার মাহফিল থেকে একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তার পকেট থেকে অভিন্ন কৌশলে হাতিয়ে নেন মোবাইল। বিষয়টা জানাজানি হলে তদন্তে নামে পুলিশ। ঘটনার তিন দিনের মাথায় ‘চতুর’ এ চোর আলমগীর হোসেন আলমকে গ্রেফতার করে পুলিশ। 

শুক্রবার নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন গির্জা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, পাঁচ বছর ধরে মোবাইল চুরির সঙ্গে জড়িত আলম। বিভিন্ন অনুষ্ঠানে আগত ভিআইপিরাই থাকে তার টার্গেটে। একটি পকেট থেকে বের করে নিজের আয়ত্তে নিতে সময় লাগে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড।

ওসি মহসিন বলেন, ‘পাঁচ সেকেন্ডে মোবাইল চুরি করছে। শুধু ভিআইপিদের মোবাইল সে চুরি করে। সিএমপির ইফতার মাহফিলের ফুটেজে দেখেছি, আমার সঙ্গেও তার ধাক্কা লেগেছে।’ 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর