১৭ জুলাই, ২০১৯ ১৯:১১

চট্টগ্রাম বোর্ডে বাড়ছে জিপিএ ৫, কমেছে পাসের হার

সাইদুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রাম বোর্ডে বাড়ছে জিপিএ ৫, কমেছে পাসের হার

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির হার কিছুটা বাড়লেও কমেছে পাসের হার। এবার পাসের হার ৬২ দশমিক ১৯ শতাংশ, গতবার ছিল ৬২ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন, গতবার পেয়েছিল ১ হাজার ৬১৩ জন। এবার ইংরেজি, ব্যবসায় শিক্ষা ও আইসিটি বিষয়ে খারাপ ফলাফল হয়েছে। সেই সঙ্গে পার্বত্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোও গতবারের চেয়ে এবার খারাপ ফলাফল করেছে। বরাবরের মতো এবারও চট্টগ্রাম মহানগরের কলেজগুলো ভাল ফলাফল করলেও পিছিয়ে আছে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।  মূলত এসব কারণে এবার পাসের হার বাড়েনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

বুধবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কনফারেন্স কক্ষে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। এ সময় বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫২৩ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ২ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২৬০টি কলেজের এসব শিক্ষার্থীরা ১০০টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘এবার তুলনামূলকভাবে ইংরেজি, আইসিটি ও ব্যবসায় শিক্ষায় খারাপ ফলাফল হয়েছে। তাছাড়া পার্বত্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোও গতবারের তুলনায় খারাপ ফলাফল করেছে। বরাবরের মতো এবারও গ্রামের চেয়ে নগরের কলেজগুলো ভাল ফলাফল করেছে। মূলত এসব কারণে এবার জিপিএ-৫ প্রাপ্তির হার বাড়লেও কিছুটা কমেছে পাসের হার।’

জানা যায়, গতবার ইংরেজি প্রথম পত্রে পাসের হার ছিল ৮০ দশমিক ২১ শতাংশ। কিন্তু এবার তা কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৫০ শতাংশে। অন্যদিকে আইসিটি বিষয়ে গতবার যেখানে পাসের হার ৮৩ দশমিক ২ শতাংশ ছিল তা এবার কমে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা গতবার ইংরেজি বিষয়ে পাসের হার ছিল ৮৪ দশমিক ৫৫ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে ৮০ দশমিক ৯১ শতাংশে। বোর্ডের সামগ্রিক ফলাফলে গতবার ব্যবসায় শিক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ১ শতাংশ। কিন্তু এবার তা কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৮৮ শতাংশে। পার্বত্য জেলাগুলোর মধ্যে শুধুমাত্র খাগড়াছড়িতে পাসের হার গতবারের তুলনায় বেড়েছে। বাকি তিন জেলায় কমেছে পাসের হার। এবার খাগড়াছড়িতে পাসের হার ৪৯ দশমিক ৯৩ শতাংশ। গতবার এ হার ছিল ৩৬ দশমিক ৫১ শতাংশ। কক্সবাজারে গতবার পাসের হার ৬১ দশমিক ৬৬ শতাংশ হলেও তা এবার কমে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৩৯ শতাংশ। রাঙ্গামাটিতে এবার পাসের হার ৪৫ দশমিক ৫০ শতাংশ। যা গতবার ছিল ৪৯ দশমিক ৮৯ শতাংশ। বান্দরবানে গতবার পাসের হার ৬২ দশমিক ৩১ শতাংশ থাকলেও তা এবার কমে ৫৯ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। এবার ছাত্র পাসের হার ৫৯ দশমিক ২১ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৬৫ দশমিক ১১ শতাংশ। বিজ্ঞান বিষয়ে এবার পাসের হার ৮০ দশমিক ৯ শতাংশ। গতবার এ হার ছিল ৭৩ দশমিক ১১ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৬৫ শতাংশ। গতবার ছিল ৫১ দশমিক ৬৯ শতাংশ। 

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর