চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার সকালে নগরের কোতোয়ালী থানাধীন চেরাগি পাহাড় মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই প্রতারক হলেন, এরশাদ রহমান (৩০) ও মারুফ হোসেন (৩০)।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান বলেন, ‘র্যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে সাড়ে ৫ লাখ টাকা আদায় করে দুই প্রতারক। বিষয়টি জানতে পেরে র্যাব অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করে। পরে তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন