১৯ জানুয়ারি, ২০২০ ২০:৪৮

চট্টগ্রামে দুই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে দুই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার বাস স্ট্যান্ড সড়কের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন এক হাজার ৪০০ বর্গফুট অবৈধভাবে বেদখলে থাকা জায়গা উদ্ধার করা হয় হয়েছে। জায়গাগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। রবিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে জায়গাগুলো উদ্ধার করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল বলেন, ‘হাটহাজারী পৌরসভার ফটিকা মৌজার সওজের মালিকানাধীন এক হাজার ৪০০ বর্গফুট জায়গা বিভিন্ন ব্যাক্তি দীর্ঘদিন দখল করে রাখে। অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের এসব জায়গা উদ্ধার করা হয়।’ তিনি বলেন, ‘বিভিন্ন ব্যাক্তি অবৈধভাবে দোকান, অফিসসহ নানা স্থাপনা তৈরি করে নিজে ব্যবহার করছে এবং ভাড়াও দিয়েছে। অথচ এসব জায়গা সওজের। উচ্ছেদ করে সওজকে জায়গাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।’

বিডি প্রতিদিন/মজুমদার/রেজা মুজাম্মেল       

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর