উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর সর্তার ঘাট থেকে কালুরঘাট হালদার মুখ পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন। সামনে ডিম ছাড়ার মৌসুম হওয়ায় উপজেলা প্রশাসন বালি উত্তোলন, কারেন্ট জাল ও মা মাছ নিধনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, আগামী এপ্রিল থেকেই হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হবে। এখন থেকেই যদি নদীর মা মাছকে বিরক্ত করা হয়, মা মাছ নিধনে জাল বসানো হয়, তাহলে আশানুরূপ ডিম পাওয়া যাবে না। তাই হালদা নদীর মা মাছকে নিরাপদে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে দুঃখ ও পরিতাপের বিষয়, যখনই অভিযান পরিচালিত হয় তখনই কারেন্ট জাল কিংবা অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়। প্রতিনিয়তই প্রাকৃতিক এ সম্পদকে অত্যাচার করা হয়। এটি কোনোভাবেই মানা যায় না। তাই হালদার মৎস্য প্রজনন নিরাপদ রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার