চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সাইমুন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইমুন ওই এলাকার বশির খন্দকারের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আজ দুপুরে ভবনের প্রথম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান সাইমুন। গুরুতর আহত অবস্থায় দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত