১৯ আগস্ট, ২০২২ ২২:৩২

দেশে আন্দোলনের জোয়ার শুরু হয়েছে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশে আন্দোলনের জোয়ার শুরু হয়েছে : আমীর খসরু

বক্তব্য দিচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। সমর্থকরাও রাস্তায় নেমে আসছে।’ 

শুক্রবার দুপুরে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং টিমের প্রধান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ভাইসচেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, ড. মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ। 

বিএনপির ভাইসচেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন বলেন, ‘এক ঘণ্টার ডাকে পুরো নগর অচল করার মতো নেতা আছে। কোনো জেলায় যদি আন্দোলনের নেতা প্রয়োজন হয়, তাহলে চট্টগ্রাম নগর থেকে নিয়ে যান। এদের নখদর্পনে পুরো নগর।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর