১৮ জানুয়ারি, ২০২৩ ১৯:২৩

ফুটপাত দখল করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফুটপাত দখল করায় জরিমানা

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার অপরাধে ছয়জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৮ জানুয়ারি) চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন বাদুরতলা ও চকবাজার সড়কে এই আদালত পরিচালনা করেন। মনীষা মহাজন জানান, রাস্তায় উভয় পাশে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও জনান, অভিযানের সময় সাগরিকা পিসি রোডের মোড় থেকে হালিশহর আই ব্লকের রাস্তা ও ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে উঠা কাঁচাবাজারসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর