২৯ জানুয়ারি, ২০২৩ ১৭:০৮

শহরের ভিতরে এবার বেসক্যাম্প ফয়’স লেকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শহরের ভিতরে এবার বেসক্যাম্প ফয়’স লেকের

পাহাড় ও নদী মিলে তৈরি করে অপরূপ এক পরিবেশ। যা বিশেষ করে পার্বত্য অঞ্চলে চোখে পড়ে। তবে এবার সে পরিবেশ চট্টগ্রামেই পাওয়া যাবে। সবুজ পাহাড়, নীল জলের হ্রদ মিলে অপরূপ ফয়’স লেকে যাত্রা শুরু করেছে বেসক্যাম্পের।

রবিবার নগরীর ফয়’স লেক বেস ক্যাম্পের উদ্বোধন করেন বেসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান মাহবুব জামান। 

তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকের ভেতর টাইগার আছে। আমরা যুদ্ধ করেছি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। অমিত শক্তি সবার আছে। সব বয়সের মানুষকে আকর্ষণ করেছে ফ্যান্টাসি কিংডম। আমরা ট্যুরিজমে ভিন্নতা আনতে চাই। অ্যাক্টিভিটি দিতে চাই। ট্যুরিজমকে ছড়িয়ে দিতে চাই সারা দেশে। ফয়’স লেক বেসক্যাম্প নতুন দিগন্ত উন্মোচন করে দেবে।

এ ক্যাম্পে রয়েছে কায়াকিং, আর্চারি, ক্রাইম্বিং ওয়াল, উড কেবিন, ট্রি টপ অ্যাক্টিভিটি, অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি, টিম বিল্ডিং গেম, হিউম্যান ফুসবল। ক্যাম্পে চমকপ্রদ হচ্ছে জিপ লাইন। আছে ওয়াটার জিপ লাইন, জায়েন্ট সুইং, স্মল সুইং, জায়ান্ট হ্যামক ইত্যাদি। শিগগির যুক্ত হবে মাড ট্রেইল, পেইন্ট বল ইত্যাদি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। গ্রæপ ক্যাম্পিং, নাইট ট্রেইল, ট্রেজার হান্টের মতো রোমাঞ্চকর অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। 

এতে কনকর্ড গ্রুপের এমডি শাহরিয়ার কামাল, নির্বাহী পরিচালক অনুপ সরকার, বেসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিটেডের এমডি তামজীব সিদ্দিক স্পন্দন ও মাউন্টেনিয়ার ডা. বাবর আলী বক্তব্য রাখেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর