চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে ট্রাকের ধাক্কায় সুজন কুমার দেব (৫৩) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। ভোরে এ ঘটনা ঘটে। নিহত সুজন ভুজপুর থানার সিংহরিয়া গ্রামের মৃত মণিন্দ্র কুমার দেবের পুত্র।
নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই মুাম্মদ সরওয়ার বলেন, ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরও ৪ যাত্রী আহত হয়। খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এএম