চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে পুকুরে ডুবে সামিরা আক্তার (৫) ও রেখা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার ছিদ্দিক চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রবাসী দুই ভাইয়ের দুই মেয়ে খেলতে গিয়ে বাড়ির সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে নোয়াপাড়ায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালের কর্মকর্তা মো. ওসমান জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে অজ্ঞান অবস্থায় আনা হয়। এর আগেই তাদের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত