চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা জামায়াতের সভাপতি ও নগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এম এ আলমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
নগরীর চকবাজার এলাকা থেকে রবিবার বিকেলে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, বিকেল ৫টার দিকে গোপন খবরের ভিত্তিতে বিভিন্ন নাশকতা মামলার পালাতক আসামি ও থানা জামায়াতের সভাপতি এম এ আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো, পেট্রোলবোমা নিক্ষেপ, গাড়ি ভাঙচুরসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
গ্রেফতার এম এ আলম সাতকানিয়া উপজেলার শিববাড়ি গ্রামের সালেহ আহমদের ছেলে।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ