নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার পরবর্তী শুনানি ১১ জানুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক এনায়েত হোসেন এ তারিখ ধার্য করেন।
এর আগে সোমবার সকালে এ মামলার বিচার কাজ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত থেকে জেলা দায়রা জজ কোর্ট আদালতে হস্তান্তর করা হয়। এদিন সকালে নূর হোসেন ও র্যাবের তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে তোলা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। ৩০ এপ্রিল বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ