রাজধানীর উত্তরা থেকে জেএমবি সন্দেহে ৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের কাছ থেকে জিহাদী বই, বিদেশি মুদ্রা ও বেশকিছু পাসপোর্টও জব্দ করা হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিট পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম আটকের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, আটককৃতদের বিষয়ে আজ বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/শরীফ