স্কুলছাত্রী সোনিয়া আক্তার সাজেদা ধর্ষণ ও হত্যা মামলায় সাত বছর পর দেলোয়ার হোসেন নামে একজনের ফাঁসির রায় দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে দণ্ডিত দেলোয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রাকিব উদ্দিন রাকিব।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রাকিব উদ্দিন রাকিব জানান, ২০০৮ সালের ২৯ অাগস্ট স্কুলে যাওয়ার পথে মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার সাজেদাকে ভয়ভীতি দেখিয়ে দেলোয়ার হোসেন নারায়ণগঞ্জ শহরের সিরাজদৌল্লাহ সড়কে দাদা আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে দেলোয়ার হোসেন ওই ছাত্রীকে ধর্ষণ করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
এপিপি রাকিব জানান, ওই ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
নিহত সোনিয়ার মা সাবিনা ইয়াসমিন রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানান।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/এস আহমেদ