চট্টগ্রামের বোয়ালখালীতে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: নুরুল আলম, আবুল কালাম, মো. কাউসার ও মো. রুবেল। এদের মধ্যে কাউসার ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
আর যাবজ্জীবন সাজা প্রাপ্ত দুজন হলেন: আরিফুল ইসলাম ও এস এম নইমউদ্দিন। তাদের মধ্যে আরিফ পলাতক।
মামলার বিবরণে জানা যায়, সাত বছর আগে ২০০৮ সালের ৩ মে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে আনোয়ারার মোহছেন আউলিয়ার মাজারে যাওয়ার কথা বলে ইউসুফ নামের এক চালকের অটোরিকশা ভাড়া নেয় আসামিরা। পরে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডি এলাকায় ইউসুফকে খুন করে লাশ রাস্তায় ফেলে তারা অটোরিকশা নিয়ে চলে যায়। এ ঘটনার পর অটোরিকশার মালিক সাতকানিয়া থেকে বাহনটি উদ্ধার করেন। এলাকাবাসী পাঁচজনকে ধরে পুলিশের সোপর্দ করে।
নিহত ইউসুফের খালাতো ভাই হাশেম বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের জবানবন্দি শুনে বিচারক সোমবার রায় ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৫/ রশিদা