ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ইত্তেফাকের জামাল উদ্দীন সভাপতি ও জিটিভির রাজু আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন দৈনিক ইনকিলাবের শেখ জামাল।
সোমবার রাত আটটার দিকে নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সদস্য হিসেবে রয়েছেন নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের ও বিএফইউজে’র মহাসচিব এম এ আজিজ।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন