রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফায়দাবাদ চৌরাস্তার ২৪৭ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ পাঁচজন হলেন, রোমানা আক্তার (৩০), তার মেয়ে মনিকা আক্তার (৮), রোমানার ভাই ইমরান হোসেন (২৮), তার স্ত্রী জান্নাত হোসেন (১৯) ও জান্নাতের মেয়ে তাসফিয়া (২)।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেকের চিকিৎসকরা জানান, এদের মধ্যে সবচেয়ে বেশি পুড়েছেন রোমানা। তার শরীর দগ্ধ হয়েছে ৬০ শতাংশ। ২০ শতাংশ দগ্ধ হয়েছে মনিকার। এছাড়া, ইমরানের ১০ শতাংশ, জান্নাতের ৮ শতাংশ এবং তাসফিয়ার শরীর দগ্ধ হয়েছে ২ শতাংশ।
রোমানার স্বামী মিন্টু মিয়া বলেন, আমি সেনেটারি ফিটিংসের কাজ করি। ভোরে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর বিকট শব্দ শুনি। ফিরে দেখি আমার বাড়িতে সবাই আগুনে পুড়ছে।
তিনি বলেন, সেপটিক ট্যাংকের মুখ বন্ধ ছিল এবং সম্ভবত গ্যাস জমে থাকার কারণে এ বিস্ফোরণ হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছলেও তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ