রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি করে পালানোর সময় শাহানাজ বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারী নগরীর ভাটাপাড়া এলাকার আশরাফ আলীর স্ত্রী।
সোমবার রাতে হাসপাতালের ২৪ নং ওয়ার্ডের বারান্দা থেকে তাকে আটক করা হয়।
ওই শিশুর বাবা বলেন, তার মেয়ে রুকু খাতুন (২) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার রাতে রুকুর মা আইরিন মেয়েকে বেডে রেখে বাথরুমে যান। সেখান থেকে ফিরে মেয়েকে বেড়ে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। ঘটনা জানাজানি হলে ওয়ার্ডের বারান্দায় থাকা লোকজন ওই নারীকে শিশুসহ আটক করে ওয়ার্ডে নিয়ে আসেন। পরে ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা বক্স পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে মহানগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, রামেক হাসপাতাল বক্স পুলিশ শিশু চুরির অভিযোগে রাতে এক নারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ