পাটের ব্যাগ ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রতিবাদে চট্টগ্রামে সার ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল থেকে সব ধরনের খালাস প্রক্রিয়া বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে সারা দেশে সার ব্যবসায়ীরা কারখানা এবং গোডাউন থেকে খালাস নিচ্ছেন না। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
তিনি আরও বলেন, সোমবার দেশের বিভিন্ন স্থানে পিপি ব্যাগ ব্যবহারের অভিযোগে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ফলে ডিলাররা সার নিয়ে যেতে ভয় পাচ্ছেন। তাই মঙ্গলবার থেকে ধর্মঘট আহ্বান করা হয়েছে।
তবে সার পরিবহন ও সংরক্ষণে পিপি ব্যাগ ব্যবহারে কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলো রাজী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একগুয়েমির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব