সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার সকাল ৭টা ২০মিনিটে কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে। কারাখানাটিতে বোতাম, চেইন, প্যান্টের হুক তৈরি করা হয় বলে জানা গেছে।
সাভারের ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাজউদ্দিন বলেন, ‘আমরা সকাল ৭টা ২৮ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে আগুনের ভয়াবহতা দেখে নিয়ন্ত্রণকক্ষে সাহায্যের জন্য আবেদন জানাই। পরে মিরপুর থেকে দুটি এবং মোহাম্মদপুর থেকে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব