চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে শিবিরের এক কর্মীসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ২০০ লিটার চোলাই মদ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে এক শিবির কর্মীকে আটক করা হয়েছ। এছাড়া, অভিযানে নিয়মিত মামলায় ১২ জন এবং সাজা পরোয়ানামূলে ৪৭ জনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বাঁশখালী থেকে ১১০ লিটার, সীতাকুণ্ড থেকে ২০ লিটার, পটিয়া থেকে ২৪ লিটার ও জোড়ারগঞ্জ থেকে ৪৬ লিটার মদ উদ্ধার করা হয়। অন্যদিকে লোহাগাড়া থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব