সাভারের হেমায়েতপুর এলাকায় ডেকো এক্সসরিজ লিমিটেড কারখানায় লাগা আগুন প্রায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কারখানার অনন্ত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
এর আগে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কারখানাটির পলি ইউটিটের ৪তলা বিল্ডিংয়ের ৩য় তলায় থাকা শিতাতপ নিয়ন্ত্রতিত কেমিক্যালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে সাভার, ধামরাই ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পরে ঢাকা থেকে আরও তিনটটি ইউনিট আগুন যুক্ত হয়ে ৩ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানাটিতে কর্মরত শ্রমিকরা জানায়, সকালে কেমিক্যালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনের ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এ সময় কারখানার ভিতরে থাকা শতাধিক শ্রমিক আতঙ্কিত হয়ে বের হতে এবং আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকান্ণ্ডের ব্যাপারে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. মোজাম্মেল হক জানান, সংবাদ পাওয়ার সাথে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। কারখানার একটি গুডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিলো। শুরু থেকেই আমরা আগুন নিয়ন্ত্রনে আনান চেষ্টা করলেও কারখানার আশে পাশে কোন জলাশয় না থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব