বাল্য বিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশের চার সরকারি কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে ঢাকাস্থ কানাডা হাইকমিশন।
আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চার কর্মকর্তার হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ গউস, খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল, জামালপুর জেলা প্রশাসক মো. সাহাব উদ্দিন খান এবং সাতক্ষীরা জেলার কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারুক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এছাড়া জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস ও ঢাকাস্থ কানাডা হাইকমিশনার বেনুয়া পিয়েরে লারামি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ