রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে দু'জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. মোজাহিদুর রহমান ওরফে আবেদ এবং মো. আরিফ হোসেন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দু’টি ছোরা, দু’টি ধারালো চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। ডাকাতির চেষ্টার সময় তাদের আটক করা হয় তিনি জানান।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ