খাদ্য শষ্য বিক্রিতে পাটের ব্যাগ ব্যবহার না করার দায়ে বরিশালের মুলাদী উপজেলায় ৬ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ-আল মাসুদ আজ বুধবার দুপুরে উপজেলা বন্দর ও প্যাদারহাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন মুলাদী বন্দরের আজাহার হোসেন, ফরিদ উদ্দিন খান, আ. জলিল, মিজানুর রহমান, প্যাদারহাট বাজারের আবুল কালাম ও আ. রশিদ। এদের প্রত্যেককে ২ হাজার টাকা কমর জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্লাস্টিকের ব্যাগ ব্যবসায় নিরুৎসাহিত করা এবং পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য ভোক্তা অধিকার আইনে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ