সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগ ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার দুপুর থেকে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী ওসমানীনগর থানার গোয়ালাবাজার, তাজপুর ও কদমতলা এলাকায় সবধরণের সভা-সমাবেশ ও মাইকিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন। বেলা ২টায় ওসমানীনগরের গোয়ালাবাজার মাইক্রোবাস স্ট্যান্ডে বিজয় দিবস উপলক্ষ্যে যুবলীগ আলোচনাসভা এবং গত ২১ নভেম্বর উপজেলা শ্রমিকলীগের সম্মেলনে শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যুবলীগের হামলার প্রতিবাদে আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করেছিল।
পাল্টাপাল্টি ওই সমাবেশ নিয়ে গোয়ালাবাজার ও আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো. মুরছালিন।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ