সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়ে ছিনতাই এর শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আহতাবস্থায় তাকে সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ২টার দিকে ধোপাদিঘীরপূর্বপাড়স্থ ওসমানী শিশু পার্কের সামনে ছিনতাইর এ ঘটনা ঘটে। আহত বেলাল আহমদ শাবিপ্রবির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক।
বেলাল আহমদ জানান, আজ বুধবার বেলা ২টার দিকে নগরীর উপশহরস্থ পূবালী ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলে রিকশাযোগে বন্দরবাজার যাচ্ছিলেন। ওসমানী শিশু পার্কের সামনে আসার পর ৪টি মোটর সাইকেলে ৬ জন ছিনতাইকারী এসে তার রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা তার ডান হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোশাররফ হোসেন হাসপাতালে যান। তিনি জানান- সিসি ক্যামেরার ফুটেজে চারটি মোটর সাইকেলে থাকা ছিনতাইকারীদের সনাক্ত করা হয়েছে। তাদেরকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন