নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, প্রার্থী সে যেই হোক, কোনো সমস্যায় পড়ে আবেদন করলে তার পক্ষেই অবস্থান নেওয়া হবে। কেননা, প্রতিটি প্রার্থীকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সে কোন দলের তা বিবেচনার বিষয় নয়’।
তিনি আজ বুধবার বিকেলে ইসি সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
ঘরোয়া সভায় পুলিশের পূর্বানুমতি নেওয়ার বিধান, একটি দল তাদের নেতাকর্মীদের হয়রানির বিষয়বস্তু হিসেবে দেখছে, বলে অভিযোগ উঠেছে- বিষয়টি নিয়ে জাবেদ আলী বলেন, আইন চলবে তার নিজস্ব গতিতে। ইসি প্রতিটি প্রার্থীকে সমান সুযোগ দেবে। নিজস্ব প্রতীক অনুযায়ী তাদের চলাফেলা বা প্রচারণার ক্ষেত্রে যেন সমান সুযোগ থাকে তা নিশ্চিতে সক্রিয় থাকা হবে। আমাদের কাছে প্রতিটি প্রার্থী; সে কোন দলের তা বিবেচনার বিষয় নয়, তারা প্রার্থী হিসেবে বিবেচিত। কোনো প্রার্থী যদি সমস্যার কথা জানিয়ে আবেদন জানান, আমরা অবশ্যই তার পক্ষে অবস্থান গ্রহণ করবো। প্রার্থীর অসুবিধা দূর করতে ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি বলেন, সাংবাদিকরা প্রায় হাফ কেন্দ্রে পর্যবেক্ষণ করেন, এরপর পর্যবেক্ষকরাও রয়েছেন। আশা করি- সবার সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। এছাড়া সবাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়তা করবে।
সরকারের সহায়তার বিষয়ে তিনি বলেন, সংবিধানেই সবার সহযোগিতা দেওয়ার কথা বলা আছে। তাই সরকার বা কোনো দল নির্দিষ্ট করা নেই। বাংলাদেশের সবাই আমাদের কাজে সহয়তা করবে। আশা করি সবার সহযোগিতায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবো।
বিডি-প্রতিদিন/ ০২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন