আসন্ন পৌর নির্বচানে দল মনোনীত মেয়রপ্রার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণ শেষ করেছে বিএনপি।
বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ প্রত্যয়নপত্র বিতরণ শেষ হয়।
মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এ প্রত্যয়ন বিতরণ ৮ ঘণ্টা বিরতি দিয়ে বুধবার (০২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় ফের শুরু হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বুধবার দুপুর সোয়া ২টায় জামালপুরের তিন মেয়রপ্রার্থীর হাতে প্রত্যয়নপত্র তুলে দিয়ে দ্বিতীয় দিনের মতো প্রত্যয়নপত্র বিতরণ শুরু করনে। রাত ৮টা পর্যন্ত টানা বিতরণ চলে গুলশান কার্যালয়ে।
প্রত্যয়নপত্র বিতরণের সময় দলের যুগ্ম মহাসচিব পৌর নির্বাচনে দলের পক্ষে প্রত্যয়নকারী বিএনপির যুগ্ম মহাসচিব মোহম্মদ শাহজাহান, সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আযাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন