চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আতুরার ডিপু এলাকায় গলায় ফাঁস দিয়ে মো. লিয়াকত (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে স্থানীয় ইয়াকুব কলোনীর ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত লিয়াকতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। সে ভাড়া বাসায় থেকে নগরীতে রিকসা চালাতো।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁরির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, ‘লিয়াকত আতুরার ডিপু এলাকায় ভাড়া বাসায় থেকে নগরীতে রিকসা চালাতো। বুধবার রাতের বাসায় ফেরার পর কোন এক সময় ঘরের ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস দেয় সে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন