‘বাংলাদেশ আজ সব পশ্চাৎমুখীতাকে অতিক্রম করে একটি স্থিতিশীল, জঙ্গিবাদমুক্ত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত। সরকার দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি এবং জঙ্গিবাদ নির্মূলে অঙ্গীকারবদ্ধ।’ আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে সার্জেন্ট-২০১৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।
আইজিপি বলেন, ‘নাশকতা ও দেশে সন্ত্রাসী হামলায় যেসব পুলিশ আহত ও নিহত হয়েছেন অধিকাংশ মামলার তদন্ত শেষ করে চার্জশিট দিয়েছে পুলিশ। সারা বাংলাদেশে যেসব স্থানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে পুলিশ অতি নিরপেক্ষতার সঙ্গে সুষ্ঠ তদন্ত শেষ করে চার্জশিট প্রদান করেছে। আর যেসব মামলার এখনো চার্জশিট দেওয়া হয়নি, সেগুলোও দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে চার্জশিট দেওয়া হবে। বিদেশি হত্যাসহ ঢাকার গাবতলি এলাকায় পুলিশ হত্যার ঘটনাটি তদন্তকারী কর্মকর্তা অতি বিচক্ষণতার সঙ্গে দেখছেন। অন্যায় করে কেউ ছাড় পাবে না। অপরাধীদের ব্যাপারে পুলিশের আছে জিরো টলারেন্স।’
আইজিপি আরো বলেন, ‘বর্তমান সরকারের সময়ে পুলিশের কার্যক্রম ও প্রাপ্তি বিগত যেকোনো সময়ের সম্মিলিত অর্জনকে ছাড়িয়ে গেছে। পুলিশ বাহিনীর আধুনিকায়নেও বর্তমান গণতান্ত্রিক সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে আরো পঞ্চাশ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুর’ হয়েছে। এ পদক্ষেপ পুলিশের সক্ষমতা ও কাজের গতিশীলতাকে বাড়াবে।’ এছাড়াও নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে রাখেন আইজিপি একেএম শহীদুল হক।
এর আগে পুলিশ প্রধান শিক্ষানবীস সার্জেন্টদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে ২৮জন নারী অফিসারসহ ৬১৯ জন শিক্ষানবীশ সার্জেন্ট অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৬ জন শিক্ষানবীশ সার্জেন্টকে পদক প্রদান করা হয়।
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জনবল ও যানবাহন বাড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আরএমপি কমিশনারের কাছ থেকে জনবল ও যানবাহনের তালিকা পেয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
নারী সার্জেন্ট প্রসঙ্গে আইজিপি শহীদুল হক বলেন, ‘পুরুষের পাশাপাশি নারীরাও আজ পুলিশ বাহিনীতে সফলতা দেখিয়েছে। ইতিপূর্বে সাজেন্ট পদে নারীরা অংশগ্রহণ না করলেও এই প্রথম নারীরা সার্জেন্ট পদে অংশগ্রহণ করছে। তিনি বলেন, ‘আমি আশা করি এ পদেও নারীরা তাদের সফলতা দেখাতে সক্ষম হবেন।’
বিডি-প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৫/শরীফ