চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত শুক্রবার রাতে পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায়। অভিযানে ১০২২ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল একথা জানিয়েছেন।
আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার ১১ জন এবং সাজা পরোয়ানামূলে ৪৪ জনকে আটক করা হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৫/শরীফ