আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হবেন। এজন্য ওই এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে ওইদিন সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১নং ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। এজন্য ডিএমপি’র ট্রাফিক বিভাগ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
বিজ্ঞপ্তিতে বিকল্প সড়ক হিসেবে বলা হয়, যে সকল যানবাহন আশুলিয়ার দিক থেকে বেঁড়ীবাধ দিয়ে মিরপুরের দিকে আসে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করতে পারবে। মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করা যানবাহনগুলো টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম রোড ব্যবহার করতে পারবে। এছাড়া, মিরপুর-১০নং হয়ে গাবতলীর দিকে আসা যানবাহনগুলো মিরপুর-১নং দারুসসালাম রোড হয়ে টেকনিক্যাল মোড় হয়ে যেতে পারবে।
বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব