নারায়ণগঞ্জ জেলার সদর থানার ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবে অন্তত ২০ যাত্রী নিখোঁজ হয়েছেন।
আজ শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন। তারা হলেন-সেলিম খান (৫০), তার ছেলে ইমন (১২) ও মেয়ে মৌসুমি (১৫), এছাড়া অন্য দুজন হলেন-আব্দুল কাদের (৫০) ও সেলিম (৪০)। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
সদর থানার এএসআই শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে গুদারাঘাট এলাকায় একটি লঞ্চ বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে। এ সময় ট্রলারে থাকা ৪০-৫০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে সাঁতরে ২০-২৫ জন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হয়। হিসাব অনুয়ায়ী আরো অন্তত ২০ যাত্রী নিখোঁজ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন