রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় দৈনিক কালেরকণ্ঠের সাবেক উপ সম্পাদক আব্দুল্লাহ-আল ফারুক (৫০) নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত একটার দিকে কাকরাইল রাজমনি সিনেমা হল সংলগ্ন রাস্তা পারাপারের সময় তিনি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
নিহত সাংবাদিক ফারুক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বিশালিখা গ্রামের মৃত গাজীউর রহমানের ছেলে। তিনি মোহম্মাদপুরের তাজমহল রোডের ৩০/১৯ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, রাতে আনোয়ার হোসেন নামে একজন সিএনজিচালিত অটোরিকশা চালক গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক কালেরকণ্ঠ, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় তিনি দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আজকের পত্রিকায় ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব