চট্টগ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪১ জনসহ ৬২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ৩২ লিটার চোলাই মদ, ২৮০ পিস ইয়াবা, একটি পিস্তল, দুটি কার্তুজ, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
শনিবার রাতভর পুলিশের বিশেষ টিম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল বলেন, রাতভর অভিযান চালিয়ে জেলার সাতকানিয়া থেকে সাড়ে ১৮ এবং রাঙ্গুনিয়া থেকে সাড়ে ১৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। ফটিকছড়ি থেকে ১০, সাতকানিয়া থেকে ২০০, মিরসরাই থেকে ৫০, জোরারগঞ্জ থেকে ২০ পিস ইয়াবা এবং সাতকানিয়া থেকে একটি পিস্তল, দুটি কার্তুজ, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে নিয়মিত মামলায় ২০, পরোয়ানাভুক্ত ৪১ এবং জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব