রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া মার্কেটে রবিবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই থেকে তিনজন। তাদের নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহম্মেদ জানান, মার্কেটের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মার্কেটের মালিকানা বা কমিটি সংক্রান্ত কোনো বিরোধে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ