স্টেট ব্যংক অব পাকিস্তানের সিনিয়র জয়েন্ট ডিরেক্টর আসমা খালিদকে বিমানবন্দরে আটেক দেয়া হয়। গত সোমবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।খবর বিডি নিউজের।
এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপার মাহবুবুর রহমান জানিয়েছেন, আসমা খালিদের ভিসা ছিল না। তাছাড়া পাকিস্তানের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিধান নেই। তিনি আরও জানান, তিনি যে বিমানে করে বাংলাদেশে এসেছিলেন সেই বিমান কর্তৃপক্ষের কাছেই আমরা তাকে বুঝিয়ে দিয়েছি।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন কর্মকর্তা জানান, পাকিস্তানি কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বিমানবন্দরেই ছিলেন। এরপর বেলা দেড়টার দিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরে যান।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৫/ রশিদা