চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসানকে (সহযোগি অধ্যাপক) জেএসসি পরীক্ষা ২০১৫ সালের ফলাফল পর্যন্ত প্রেষণ হতে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের যৌথ বেঞ্চ এ আদেশ দেন বলে জানান আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মুহাম্মদ মাহবুব।
জনস্বার্থে করা এ রীট (নং-১২৬৭৫/২০১৫) আদেশে উল্লেখ রয়েছে, পাবলিক পরীক্ষা পরিচালনার নীতি অনুসারে কোন শিক্ষকের ছেলে মেয়ে বা পোষ্য পরীক্ষার্থী থাকলে ওই শিক্ষক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। অথচ মাহবুব হাসানের ছেলে এবারের জেএসসি পরীক্ষায় ইস্পাহানী স্কুল এন্ড কলেজ হতে অংশগ্রহণ করেন যার রোল-১৩০০৩৬, নাম-মোস্তবী হাসান।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ