বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবে একই পরিবারের নিখোঁজ তিনজনের মধ্যে পিতা ও পুত্রের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বুড়িগঙ্গা নদীর রাজাপুর ও আলীরটেক এলাকায় নিখোঁজ সেলিম (৪০) ও তার ছেলে ইমনের (১২) লাশ ভেসে উঠে। স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ট্রলারডুবিতে সেলিমের মেয়ে মৌসুমী এখনো নিখোঁজ রয়েছে।
বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল রাজ্জাক জানিয়েছেন, একই পরিবারের নিখোঁজ ৩ যাত্রীর মধ্যে দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ একজন। এ নিয়ে এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার হল।
নিহত সেলিম সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি এলাকার মুজিবর মিয়ার ছেলে। এর আগে গত সোমবার বিকেলে আব্দুল কাদির নামের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়।
এদিকে, সকাল থেকে চুতুর্থ দিনের মতো উদ্ধারকারী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ নদীতে উদ্ধার কাজ শুরু করেছে।
গত শনিবার ভোরে নারায়ণগঞ্জের ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে একই পরিবারের তিনজনসহ নিখোঁজ হয় পাঁচ যাত্রী। এতে আহত হয় কমপক্ষে আরও ১০ জন। একদিন পর রবিবার বিকেলে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ