সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এনাটমি এন্ড হিস্টোলজি ল্যাবরেটরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে এনাটমিক্যাল স্যাম্পলসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতের সটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ল্যাবে কর্মরত টেকনিশিয়ানরা ধারণা করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হঠাৎ করে এনাটমি এন্ড হিস্টোলজি ল্যাবরেটরিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে ল্যাবরেটরির রেফ্রিজারেটর, এতে রক্ষিত এনাটমিক্যাল স্যাম্পলসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। পরে ল্যাবরেটরিতে কর্মরত টেকনিশিয়ান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মিলে আগুন নেভান। তবে এর আগেই অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ও শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা